নাটোরে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়র অফার উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

১৬৪
নাটোর প্রতিনিধি : নাটোরে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড কোম্পাণী ওয়ালটন এর নন স্টপ মিলিয়নিয়র অফার উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।
রোববার (১২মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালি ওয়ালটন প্লাজা থেকে  বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাজশাহী বিভাগের চিফ ডিভিশনাল অফিসার কাজী আরিফ হোসেন,ডিভিশনাল ক্রেডিটম্যান ওবাইদুর রহমান তালুকদার সহ রাজশাহী বিভাগের ৫৩টি ওয়ালটন প্লাজার ম্যানেজার, রিজিওয়নাল সেলস ম্যানেজার ও ক্রেডিট ম্যানেজাররা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এখন ওয়ালটনের  টিভি, ফ্রিজ, এসি, ফ্যান এবং ওয়াসিং মেশিন এই ৫টি পণ্য কিনলে যে কেউ জিতে নিতে পারবে সর্বনিম্ন ৩০০টাকার ক্যাশব্যাক অফার থেকে মিলিয়নিয়র হওয়ার সুযোগ ।