নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির আলোচনা সভা

0 ৩৭৩
নাটোর প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নাটোরে জেলা কমিটির এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভিসির হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধে এক জরুরী সভায় ডিসি মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থত ছিলেন এসপি লিটন কুমার সাহা, সিভিল সার্জেন ডাঃ মিজানুর রহমান, এডিসি (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেছা, এডিসি (সার্বিক)  আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি গন।
বক্তরা বলেন , জেলা গরিব হতদরিদ্র মানুষ খুজে তাদের নাম লিষ্ট করা, পর্যাপ্ত জরুরী ওষুধ সরবরাহ , ওষুধ মালিক সমিতি সাথে ও পরিবহণ মালিক সমিতি সাথে সভা। জরুরী অবতারণের জন্য হ্যালিপ্যাড মাঠ পরিস্কার রাখা সহ জরুরী কাজ সম্পূন রাখার আহবান।

Leave A Reply

Your email address will not be published.