নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের উদ্যোগে ১ম যৌথ কাব্যগ্রন্থ জনস্রোত এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার(১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. শামীম আহমেদ। এসময় হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের বিভিন্ন অনুষ্ঠান প্রচার ও উদ্বুদ্ধ করায় চারজন গণমাধ্যমকর্মীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র (অলোক), অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা, গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম রবিন, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের কোষাধ্যক্ষ জনাব প্রশান্ত কুমার সরকার, মোঃ সুমন প্রামাণিক।
অনুষ্ঠানে ২০২২ সালে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের বিভিন্ন অনুষ্ঠান প্রচার ও উদ্বুদ্ধ করায় প্রথম আলো’র নাটোর জেলা প্রতিনিধি এডভোকেট মোঃ মুক্তার হোসেন, যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল হক সরকার, দেশ রুপান্তর ও ডেইলি সান পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি মো. আবু জাফর সিদ্দিকী ও স্থানীয় সংবাদ শৈলী’র প্রতিবেদক মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। মানবতার কল্যাণে কাজ করায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার।