নাটোর প্রতিনিধি: নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাছুদুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।