নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

0 ৯৭

নাটোর প্রতিনিধি: নাটোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। বুধবার সকালে নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে সার গোডাউনের কাছে রেলগেট এলাকায়এঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক আবু তালেব জানান, বুধবার সকালে ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছার আগে সার গোডাউনের কাছে চকবৈদ্যনাথ রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু বরণ করেন এক নারী।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে মরদেহটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি সান্তাহার রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবেন।

Leave A Reply

Your email address will not be published.