নাটোর প্রতিনিধি: নাটোর রেলওয় স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার এই দূর্ঘটনাটি ঘটে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করার জন্য অন্য কোন এলাকা থেকে এখানে এসেছিল।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ও স্থানীয়রা জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে দাঁড়িয়ে ছিল। নির্ধারিত সময় শেষে ট্রেনটি চালু হলে স্থানীয়রা চিৎকার শুরু করে। পরে লাইনের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
পরে ঘটনাটি নাটোর ফায়ার সার্ভিস সদস্য ও সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি স্টেশনে রেখে দিয়েছে। জিআরপি পুলিশ এসে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবেন।