নাটোরে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত এক

0 ৫৫৮

নাটোর প্রতিনিধি : নাটোরের আহম্মদপুরে দুটি ট্রাকের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৬) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা নাটোর মহাসড়ক এর আহমদ পুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোবাইল পাড়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা নাটোর মহাসড়ক এর আহমেদপুর ব্রিজ এলাকায় বনপাড়া থেকে রাজশাহী গামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এ সময় আরো একটি ট্রাক পেছনদিকে এসে ধাক্কা মারে। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও এর ড্রাইভার কে আটক করতে পারেনি। পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আরিফুল ইসলাম নাটোর।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com