নাটোরে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

0 ১১৩

নাটোর প্রতিনিধি: দুদক ও দুপ্রক জেলা কমিটি আয়োজিত স্কুল পর্যায়ে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোর দল বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় লক্ষীপুর দারুল উলুম আলিম মাদ্রাসা দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বিতর্কের বিষয় ছিল “ প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মুলের কার্যকর উপায়”। বুধবার নাটোর সরকারি গণগ্রন্থাগারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের দলের বিতার্কিক মুনজিয়া স্নিগ্ধা মুন। প্রতিযোগিতা শেষে জেলা দুপ্রক সভাপতি শিক্ষাবিদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক রাজশাহী সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আলম মাসুম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলোক, দুদক রাজশাহীর উপ-সহকারি পরিচালক মাহাবুব আলম, সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রেমিনা জান্নাত, দুপ্রক নাটোরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যান্যরা।

উল্লেখ্য গত ১২ জুলাই থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.