নাটোরে পূর্ব শত্রুতার জেরে এক যুবলীগ কর্মীকে জখম করেছে সন্ত্রাসীরা

0 ১৭০

নাটোর প্রতিনিধি: নাটোরে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল(৩৩) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন পুরাতন কো-অপারেটিভ ব্যাংকের পেছনে এই ঘটনা ঘটে। আহত রুবেল নাটোর রেলওয়ে স্টেশনের বৌবাজার এলাকার আকবর হোসেনের ছেলে।

এলাকাবাসী ও আহত রুবেল জানান, বৃহস্পতিবার এমপি শিমুলের অনুসারী ক্যাডার শাওন, সজিব, বাপ্পী সহ ১০/১২ জন সন্ত্রাসী তাকে স্টেশন বাজারের সব্জির দোকানে বসে থাকা অবস্থায় জোরপূর্বক মোটরসাইকেলে করে তুলে নিয়ে আসে। পরে সদর হাসপাতাল সংলগ্ন পুরাতন কো-অপারেটিভ ব্যাংকের পেছনে এনে তারা সকলে মিলে রুবেলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

এসময় রুবেলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত রুবেল আরো জানান, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী বলেই তাকে হত্যার উদ্দেশ্যে এভাবে কোপানো হয়েছে।

ঘটনার বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে নাটোরে আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপের মধ্যে একে অপরকে কুপিয়ে যখম করার ঘটনা ঘটছে। এতে চরম উদ্বিগ্ন সাধারণ নেতা-কর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.