নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সেমিনার

0 ১১২
সোহেল রানা, নাটোর প্রতিনিধি: দেশে এখন অপসাংবাদিকতা বেশী,অপসাংবাদিক বেশী,যাদের সবাই বলে সাংঘাতিক। প্রচলিত আইন অনুযায়ী এই সকল অপসাংবাদিকদের বিচার করা সম্ভব না। নতুন আইন পাস হলে অপসাংবাদিকতা দুর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম।
বুধবার সকালে নাটোরের সার্কিট হাউজ কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সাথে গ্রেস কাউন্সিল আইন ১৯৭৪, আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯ আবহিতকরণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু নাসের ভুঞাঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান,জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। সভায় নাটোরে কর্মরত সাংবাদিকরা তাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সহ তাদের হয়রানী না করার জন্য দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.