নাটোর প্রতিনিধি: নাটোরে স্বনির্ভর নাটোর ইউ.সি.সি.এ. লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার শহরের বঙ্গজ্বল ইউ.সি.সি.এ. লিঃ এর কার্যালয়ে সকাল ৯টায় এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৩ টা পর্যন্ত। নির্বাচনে ১৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সমিতির সভাপতি পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম শরিফ (স্বতন্ত্র) পেয়েছেন ৫৫ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে সাদেক আলী ১০২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম পেয়েছেন ৫৩ ভোট।নির্বাচনে সভাপতি পদে দুই জন , সহ-সভাপতি পদে দুইজন ও সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন । এর মধ্যে সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
তিন সদস্য বিশিষ্ট নিবার্চন কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জিরা পারভীন ও সদস্য এস এম নাজিম উদ্দিন ও খন্দকার জুয়েল ইসলাম নির্বাচন পরিচালনা করেন। ভোট গ্রহণ সুষ্ঠু নিরাপদ করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।