নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভা পরিচালিত বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া ও শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।
৮৫ লাখ টাকা ব্যায়ে নির্মান কাজটি শুরু হয় ২০২০ সালের ২৮ জুন এবং কাজটি সমাপ্ত হয় ২০২২ সালের ৯ নভেম্বর।