নাটোর সদরের ৯ টি জলাশয়ে ৪ শত কেজি মৎস্য অবমুক্তকরণ

0 ১২১

নাটোর প্রতিনিধি: নাটোরে উত্তরা গণ ভবনের জলাশয় সহ ৯ টি জলাশয়ে ৪ শত কেজি মৎস্য অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার দিঘাপতিয়া উত্তরা গণ ভবনের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে পোনা অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করেন নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু নাসের ভূঞা,পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সারমিনা সাত্তার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। আমরা সারা বছর দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ পাই। আমাদের জেলা মৎস্য সম্পদে ভরপুর। আমাদের উৎপাদিত মাছ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হয়।

সরকারী ভাবে জেলার প্রতিটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্ত করা হয় প্রতিবছর। এরই অংশ হিসেবে সদর উপজেলার ৯ টি জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করা হল।

Leave A Reply

Your email address will not be published.