নানা আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে শ্রী কৃষ্ণের জন্মদিন

0 ১,০৪১

রাজশাহী অফিস : ধর্মীয় ভাবগাম্ভির্য আর উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতে পালিত হচ্ছে শ্রী কৃষ্ণের জন্মদিন।

সোমবার সকালে বিভিন্ন সনাতন সংগঠনের পক্ষ থেকে নগরীর সাহেববাজার হনুমান জির আখড়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অনীল কুমার ও আরএমপি’র উপ-পুলিশ কমিশনার সদা তানভীর হায়দার চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে একই স্থানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.