নাবিলার নতুন
বিনোদন ডেস্ক : ‘আয়নাবাজি’খ্যাত মাসুমা রহমান নাবিলা নতুন শো উপস্থাপনা করছেন। নাম ‘এক ডিশ দুই কুক।’ ১৩ পর্বের এই অনুষ্ঠান একুশে টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে। প্রতি পর্বে একজন করে তারকাশিল্পী অংশ নেবেন এবং তার বন্ধুদের সহায়তায় একটি খাবার রান্না করবেন, যে খাবার দিয়ে সেই তারকাশিল্পী তার প্রিয়জনকে চমকে দেবেন। এটি নির্মাণ করেছে কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা। নাবিলা বললেন, ‘অনুষ্ঠানটিতে রান্নার পাশাপাশি উঠে আসবে তারকাশিল্পীদের পরিবার ও কাছের মানুষের গল্প।’