নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণে গনমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়

0 ১২০

নাটোর প্রতিনিধি: অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নাটোরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণের বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাটোরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প হল রুমে খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা নারী রাজনীতির ক্ষমতায় নিয়ে বিভিন্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনায় অংশ নেন সিংড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজি, খাঁন ফাউন্ডেশনের অপরাজিতা প্রকল্পের অঞ্চলের সমন্বয়কারী শাহীনা লাইজু, জেলা সমন্বয়কারী অপরাজিতা প্রকল্প মজিবুর রহমান, সফল নারী উদ্যোক্তা খাদিজা খাতুন,সাংবাদিক সেদরুল হুদা ডেভিড, রনেন রায়, শহিদুল ইসলাম, রেজাউল করিম রেজা, দেবাশীষ কুমার সরকার, রাশেদুল ইসলামসহ জেলার ১৬ জন গণ্যমান্য কর্মী ও বিভিন্ন উপজেলা থেকে আগত অপরাজিতা নেতৃবৃন্দ।

এ সময় অপরাজিতা নেতৃবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যার সম্মুখিন হন সেসব ক্ষেত্রে মিডিয়ার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া তাদের সফল কর্মকান্ডের বিষয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরার অনুরোধ জানান।

Leave A Reply

Your email address will not be published.