নারী দিবসে ববি ও রোশানের মুক্তি

0 ৩৫১

বিনোদন ডেস্ক: আবারও জুটি বাঁধছেন ববি ও রোশান। পরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তারা। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

ইফতেখার চৌধুরী জানান, নভেম্বর মাসে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। আগামী বছর (২০২০ সাল) নারী দিবসে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে ছবিটি। নারী দিবসে মুক্তি দেওয়ার পেছনে কারণও আছে।

ছবিতে মুক্তি চরিত্রে অভিনয় করবেন ববি। এর আগে অ্যাকশন ঘরানার অ্যাকশন জেসমিন ও বিজলী ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ববি বলেন, ‘আমি ভাগ্যবতী যে এ ধরনের ছবিতে, এ ধরনের একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সমাজ ও সমাজের নারীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে পারব।’

ইফতেখার চৌধুরীর ভাষ্য, ‘মুক্তি একটি নারীকেন্দ্রিক সিনেমা। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প এটি। ‘অসাধারণ’ বলতে জীবনের নিষ্ঠুর নির্মমতা সহ্য করা একটি মেয়েকে পেয়ে বসে প্রতিশোধের নেশায়।’

ছবিতে ইতিমধ্যে ববি চুক্তিবদ্ধ হয়েছেন। তবে রোশান এখনো লিখিতভাবে চুক্তিবদ্ধ না হলেও মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

এর আগে রোশান ও ববি ‘বেপরোয়া’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। যদিও সেই ছবিটি কয়েকদফা মুক্তি পিছিয়ে গত ঈদে মুক্তি পায়।

Leave A Reply

Your email address will not be published.