নাশকতা মামলায় আলমডাঙ্গাতে বিএনপির ১১ নেতা কর্মী গ্রেফতার

0 ১,৫২৩
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গাতে সাড়াশি অভিযান চালিয়ে নাশকতা মামলায়  বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- উপজেলার বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল (৫৩), সহ-সভাপতি ফারুক হোসেন (৪০), ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা (৪৫), বাড়াদী ইউনিয়নের বিএনপির সদস্য ওবাইদুল রহমান ঝন্টু (৪৩), লুৎফর রহমান টিটু (৫০),  বিএনপি নেতা এ কে এম নাজমুস সালেহীন লিপন (৪১) , জেহালা ইউনিয়ন বিএনপি সদস্য সমসের আলী  (৪৭), জামজামি ইউনিয়ন বিএনপি নেতা মজিবুর রহমান (৫৫),  খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য ফতে আলী (৬০), ভাঙবাড়িয়া ইউনিয়নের বিএনপির সদস্য বাদশা আলম (৬০), আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য জনি (২৮)।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন বলেন, মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। মিথ্যা মামলায় ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন  বিএনপির নেতা কর্মীরা এনায়েতপুর বাড়াদী ইউনিয়নে  গতকাল রাতে  নাশকতার জন্য জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ  রাতেই বিস্ফোরিত  দ্রব্য সহ ৪জনকে আটক করে এবং কিছু আসামী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে পাওয়া  তথ্য মতে উপজেলায় বিভিন্ন জায়গায়  অভিযান চালিয়ে আরও ৭ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে।  রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের  বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।

Leave A Reply

Your email address will not be published.