নায়িকা থেকে গায়িকা তানিন সুবাহ
আলমগীর,বিনোদন:
এই সময়ের মিষ্টি নায়িকা তানিন সুবাহ গান করেন অনেকদিন ধরে। ক্লোজআপ ওয়ানেও অংশ গ্রহন করেছিলেন। তারপর হঠাৎ করে সিনেমায় অভিনয় ক্যারিয়ার ব্যস্ত হয়ে পড়েন। একসময় অভিনয়ে তার পুরোদমে ব্যস্ততা বাড়তে থাকলো। কিন্তু অভিনয়ের পাশাপাশি গানের স্বপ্নটা তার মনের ভেতরে লুকায়িত ছিল। এবার গানের স্বপ্নটা অবশেষে পূরন হলো্ । গতকাল তার জন্মদিনে গান গাওয়ার মধ্য দিযে অডিও গানে অভিষেক হলো তানিন সুবাহ’র। মগবাজারের শব্দ স্টুডিওতে তানিন সুবাহর কন্ঠে হারানোর ভয়” শিরোনামের গানটির রেকডিং হয়েছে গতকাল রাত ৯ টায়। গানটি লিখেছেন আশিক বন্ধু এবং সঙ্গীত পরিচালনা করেছেন রানা আখন্দ। গান গাওয়ার অনুভুতি জানিয়ে তানিন সুবাহ বলেন, আমি ফিল্মে অভিনয় করলেও গানকে সবসময় আমার হৃদয়ে লালন করি। গান খুব ভালোবাসি আমি। ছো্টকাল খেকে নিয়মিত গান গেয়ে থাকি। তবে অভিনয়ের কারনে গান নিয়মিত করা হয়নি। তাই এবার হঠাৎ করে জন্মদিনে গান গেয়ে বেশ আনন্দ লাগলো। জন্মদিনে গান গাওয়ার স্মৃতিটা স্মরনীয় দিন হয়ে থাকবে আমার্ জীবনে। তাছাড়া আশিক বন্ধু’র লেখা আর রানা আখন্দের সুরে গানটি দারুন ভাবে আমার মনকে ছুয়ে দিয়েছ্।