নিজামের শহরে নজির গড়ে বাংলা জয় ভারতের

0 ১,২৩৯

খেলাধুলা ডেস্ক : নিজামের শহরে একমাত্র টেস্টে বাংলাদেশকে হারিয়ে নয়া নজির তৈরি করল বিরট কোহলির টিম ইন্ডিয়া৷ বাংলাদেশকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ জয় এবং পরপর ১৯টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বিরাট কোহলির ভারত। তার মধ্যে ১৫টি টেস্টে জিতেছে বিরাটের দল৷

উপলে টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে ২৫০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এবং ২০৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ১৯৩২ সালে টেস্ট খেলা শুরু করার পর এই প্রথম টানা ৬টি সিরিজে জয় পেল ভারত। অধিনায়ক হিসেবে নজির গড়লেন বিরাট।

রবিবার চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৩। সোমবার দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজার বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বাংলাদেশের নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ ব্যাটম্যান সাকিব-আল হাসান (২২)। এরপর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে (২৩) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। তখনই চিত্রটা পরিস্কার হতে শুরু করে৷ লড়াই থেকে হারিয়ে যায় বাংলাদেশ৷

পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ ও সাব্বির লড়াই চালাচ্ছিলেন। তবে মাহমুদুল্লাহকে ৬৪ রানে আউট করে দেন ইশান্ত শর্মা। তিনিই সাব্বিরকে এলবিডব্লু করেন (২৩)। এরপর মেহেদি হাসান মিরাজ (২৩) কিছুটা লড়াই করেন। কিন্তু তাতে ভারতের জয় ঠেকানো যায়নি। অশ্বিন ৭৩ রান দিয়ে চারটি এবং জাডেজা ৭৮ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।

Leave A Reply

Your email address will not be published.