নিয়ামতপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0 ১৬২
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : সারাদেশের ন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে ২০২৩ এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাক্ষণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিষয়বস্তু সংযোজন বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা পরিষদ গেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক একরামুল হক প্রমূখ।
সমাবেশে বক্তারা দেশের মাধ্যমিক পর্যায়ে সঠিক শিক্ষানীতি প্রণয়ন ও রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে দেশের কল্যানে দোয়া ও মোনাজাত করেন।

Leave A Reply

Your email address will not be published.