নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, সমাজসবা অফিসার আসাদুল্লাহ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক, সুবাস সরকার প্রমূখ।