নিয়ামতপুরে গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

0 ১২৩
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) আধাপাকা ঘর পাচ্ছেন আরও ৮৩ ভূমি ও গৃহহীন পরিবার।  ভূমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে  সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের আওতায় এর আগে ‘ক’ শ্রেণীভুক্ত ২০৬ পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিলসহ নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ১৬০ টি গৃহ হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
তার মধ্যে চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ৭৭ টি গৃহ হস্তান্তর করা হয়। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘরগুলো পাচ্ছেন আরও ৮৩ পরিবার।   আগামী বুধবার সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করবেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.