নিয়ামতপুরে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল অনুষ্ঠিত 

0 ১৩০
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ সাহাপুর ফুটবল মাঠে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রামগাঁ সাহাপুর ক্রীড়া অনুরাগী ফুটবল কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ৮ দলীয় খেলার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
সারাদিন অনুষ্ঠিত খেলা শেষে বিকেলে ফাইনাল খেলায় জোনাকি জুনিয়র ফুটবল একাদশ ও কাজেম আইসক্রিম একাদশ অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে সময়ে কাজেম আইসক্রিম একাদশ ১-০ গোলে জোনাকি জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পাইলট হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামাণিক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দীপ কুমার সাহা প্রমূখ।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ১২ হাজার ও রানারআপ দলের হাতে ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com