নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার শহিদুল আলম, বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার, মোজাফফর হোসেন প্রমূখ।