নিয়ামতপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

0 ১১৩
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
শনিবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ মিলানায়তনে শেখ কামালের অস্হায়ী প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একে একে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন  পুস্পস্তবক অর্পন করেন।
 পুস্পস্তবক অর্পনের পর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার পরিচালনায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
সভায় আরো উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী (ভূমি) লিজা আকতার বিথী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব উল আলম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, সুভাস কান্ত সরকার, সরকারী দপ্তরের অফিস প্রধানগণ ও স্থানীয় নেতাকর্মী প্রমূখ।
পরে সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে স্থানীয় নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করেন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.