
এর আগে মঙ্গলবার ১ম অধিবেশন বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে আলহাজ্ব আনোয়ারুজ্জামান সাগরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, সভাপতি খোদাদাদ খান পিটু, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ।