নিয়ামতপুরে কোভিড-১৯ এর টিকা গ্রহন উদ্বুদ্ধকরন র‌্যালী

0 ৩১৮

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “ কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি। কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন” প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভার মিলিত হয়।

 

আলোচনা সভাটি উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন আনছার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

 

এ সময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমডিএর সহকারী প্রকৌশলী মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আসাউর রহমান, সেনেটারী পরিদর্শক আল মামুনসহ আনছার ভিডিপির সদস্যগন প্রমূখ।

 

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com