নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত

0 ৩৪৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “বয়স যদি আঠেিরা হয়, ভোটার হতে দেরী নয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে সরা দেশের ন্যায় নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা।

 

এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

 

পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভ’মি) নিলুফা সরকার, নির্বাচন কর্মকর্তা জিয়াউল খান, উপজেলা প্রকৌশলী নূর এ আলম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা রুহুল আমীন প্রমূখ। নিয়ামতপুর উপজেলা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

 

Leave A Reply

Your email address will not be published.