নিয়ামতপুরে ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

২৬৯
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে চিকিৎসা দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে তথ্য প্রমানে ভুয়া চিকিৎসক হওয়ায় ছাদেকুল ইসলামকে (৪৫) এই জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনজুরল আলম পানিহারা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করার খবরে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে চিকিৎসা প্রদানের কাগজ দিতে না পারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে নওগাঁয় অনুষ্ঠিত তাঁত ও বস্ত্র মেলার প্রবেশ টিকিট বিক্রি করার দায়ে আহাদুল ইসলাম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Comments are closed.