এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান গোপন সংবাদেও ভীত্তিতে আমরা খবর পেলে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি শুরু করে এসময় ৭রাউন্ড গোলাগুলির পর রহমত আলী (২৫) পিতা আব্দুল খালেক, গ্রাম এনায়েতপুর, থানা গমস্তাপুর, জেলা চাপাইনবাবগঞ্জ, ও কানু অরফে সোনাদ্দী (২৯) পিতা মৃত কছিমদ্দিন, গ্রাম পলাশবাড়ি, থানা শিবগনঞ্জ চাপাইনবাবগনঞ্জ নামের দুজনকে হাতেনাতে গ্রেফতার করি। এসময় তাদেও কাছে থেকে ককটেল, দেশীয় হাশুয়া, করাত, রশি, কসটেপ উদ্ধার করি এবং একজন আসামীকে জেলহাজতে ও অপরজনকে পায়ে গুলি লাগায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । তিনি আরও বলেন গত ২৭-০৮-১৬ইং রাতে একই জায়গায় ডাকাতি সংঘটিত করে গরু ব্যাবসায়ীর প্রায় ৫লক্ষ টাকা নিয়ে যায় । এ ঘটনায় এস আই তপন ঘোষ হাতের আঙ্গুলে গুলি লাগে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.