নীতিমালা অনুমোদন: নিবন্ধন করতে হবে অনলাইন গণমাধ্যমকে
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : দেশের সব অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন সংগ্রহ করতে হবে বলে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭-এর অনুমোদিক খসড়ায় বলা হয়েছে। তবে প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণের জন্য নতুন করে আলাদা কোনও নিবন্ধনের প্রয়োজন হবে না।
সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭-এর খসড়ার অনুমোদন দেয়া হয়।
বৈঠকে বলা হয়, কমিশন গঠনের আগ পর্যন্ত অনলাইন গণমাধ্যমের তদারকি করবে তথ্য মন্ত্রণালয়।
বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, ‘বর্তমানে সারা দেশে প্রায় ১ হাজার ৮০০-র মতো অনলাইন গণমাধ্যম অ্যাকটিভ আছে। এদের কিছু কিছু অনুমোদন নিয়েছে। অধিকাংশই অনুমোদনহীনভাবে চলছে।’
জাতীয় সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এই অনলাইন গণমাধ্যম নীতিমালা করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণের জন্য নতুন করে নিবন্ধন করতে হবে না। তবে তাদেরকেও নিয়মিত নিবন্ধন ফি দিতে হবে। প্রস্তাবিত সম্প্রচার কমিশন কার ফি কত হবে তা নির্ধারণ করে দেবে।’
সভায় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির খসরু ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। ব্রেকিংনিউজ