আবু ছাইদ, ডোমার, নীলফামারী সংবাদদাতাঃ নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী এলাকা ১নং ওয়ার্ড ভোগডাবুরী, কেতকীবাড়ী, জোড়াবাড়ী ও বোড়াগাড়ী থেকে ৪টি ইউনিয়নের ৭ জন প্রার্থী ১লা ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করেছে। প্রার্থীরা হচ্ছেন জাহাঙ্গীর আলম রাসেল,মোঃ মুরাদ আলী প্রামানীক, তারেক আকরাম তপন, আল- মামুন করিম সুমেল, মোঃ আব্দুল্লাহ, আবুল কালাম সাজু ও পারভেজ উজ্জল। আগামী ২৮ শে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে ৪টি ইউনিয়নের ৫২ জন এবং উপজেলা চেয়ারম্যান সহ ৫৩ জন ভোটার জেলা পরিষদ নির্বচনে ৩ টি ভোট প্রয়োগ করবেন। মহিলা ভোটার হচ্ছে ১২ জন, পুরুষ ভোটার ৩৬ জন, ৪ জন চেয়ারম্যান ভোটার ও উপজেলা চেয়ারম্যান ১ জন। ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জন আওয়ামীলীগ ও ১ জন সতন্ত্র।aa