নেইমারের অভাব পূরণ হবে না
খেলাধুলা ডেস্ক : ২০১৮ সালের ১৪ জুন পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। তবে তার আগেই নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে দলগুলো। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
কিন্তু দলের এই মুহূর্তে সঙ্গে নেই সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। দলের এই অবস্থা দগলাস কস্তাকে দিয়ে নেইমারের অভাব পূরণ হবে না বলে মনে করেন ব্রাজিল কোচ তিতে।
মার্সাইয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। ব্রাজিলের রি জেনিরিওতে এখন তার রিহ্যাব চলছে। ডাক্তারদের মতে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ফিরবেন তিনি। কিন্তু আজ প্রীতি ম্যাচে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই মুহূর্তে দলের সেরা তারকাকেই বেশি মিস করছেন ব্রাজিল কোচ।
নেইমার সম্পর্কে তিতে বলেন,‘নেইমারের অভাব পূরণীয় নয়। দগলাস কস্তাও তার অভাব পূরণ করতে পারবে না। কস্তা তার নিজের মতোই খেলবে।’
তিতের চান এই ম্যাচে রিয়ালে খেলা মিডফিল্ডার কাসেমিরো আর বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কুটিনহো যেন তাদের ক্লাবের ফর্ম জাতীয় দলে ধরে রাখে।ব্রেকিংনিউজ
এই বিষয়ে তিতে বলেন,‘আমি আশাকরি কাসেমিরো তার ক্লাবে যে ভূমিকা পালন করে সেটা জাতীয় দলেও ধরে রাখুক। এছাড়া কুটিনহোর বিষয়েও একই কথা বলতে চাই।’