নেইমারের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল

0 ১,০২২

11969_brazil-colomখেলাধুলা ডেস্ক : আগামী ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নেইমারের গোলে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এ জয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তিতের দল।
বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলের মানাউসে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্দা। দেশের হয়ে ইন্টার মিলানের ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
খেলার ৩৩ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে বল জালে জড়িয়ে পাউলিনিও উচ্ছ্বাসে মাতার পর উল্টো হলুদ কার্ড দেখেন। বলটি হাত দিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন এই মিডফিল্ডার।
খেলার ৩৬তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বিয়া। হামেসের উঁচু পাস ডি-বক্সে হেডে বিপদমুক্ত করতে গিয়ে গোলরক্ষক আলিসনের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন মারকিনিয়োস।
খেলার ৭৪তম মিনিটে দ্বিতীয বারের মতো ব্রাজিলবে এগিয়ে নেন নেইমার। কুতিনহোর পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই কোনাকুনি নীচু শটে গোলরক্ষক অসপিনাকে পরাস্ত করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। ব্রেকিংনিউজ
এই জয়ের ফলে আট ম্যাচে তিতের দলের পয়েন্ট ১৫। সমান সংখ্যক ম্যাচে আর্জেন্টিনার পয়েন্টও একই। আগের ম্যাচে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে উরুগুয়ে।

Leave A Reply

Your email address will not be published.