নেতাকর্মীরা শৃঙ্খলা ভঙ্গ করলেই ব্যবস্থা: কাদের

0 ৭১৬

thumb_469_522x341_0_0_cropবিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেছেন, সম্মেলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোন নেতাকর্মী শৃঙ্খলাভঙ্গ করলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কোন ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের সম্মেলনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পাশাপাশি জয়ের নামে স্লোগান হবে। ব্যানারেও কারো ব্যক্তিগত ছবি, আত্মপ্রচার চলবে না।

আগামী ২২ ও ২৩ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদেরের সঙ্গে আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.