পঞ্চম জাতীয় চলচ্চিত্র দিবসে ঢাকায় থেকেও আসেননি শাকিব!
আলমগীর,বিনোদন :
ঢাকায় থেকেও আসেননি শাকিব খান পঞ্চম জাতীয় চলচ্চিত্র দিবসে। পালিত হয়েছে সোমবার এ পঞ্চম জাতীয় চলচ্চিত্র দিবস। আগেরবারের আয়োজনগুলোর মত এবারও অংশ নেননি শাকিব খান। প্রথমে শোনা গিয়েছিল কলকাতায় অবস্থান করছেন এ ঢালিউড সুপারস্টার। পরে শোনা যায় উল্টোটি। অভিযোগ উঠেছে, ঢাকায় অবস্থান করেও এবারের চলচ্চিত্র দিবসের আয়োজনে আসেননি শাকিব।
সোমবার জাতীয় চলচ্চিত্র দিবসের প্রাক্কালে বিএফডিসিতে বেশ কয়েকজন প্রযোজক-পরিচালক নাম প্রকাশ না করার শর্তে এমন অভিযোগ করেন।
তারা জানান, কলকাতার শ্রী ভেঙ্কটেশের ছবির শুটিংয়ের বিরতিতে রোববার রাতের বিমানেই দেশে ফিরেছেন শাকিব। সোমবার সারাদিন বাসায় অবস্থান করেছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ‘সত্তা’র প্রিমিয়ার শোতে অংশ নেওয়ার কথা রয়েছে শাকিবের। ছবিটির পরিচালক হাসিবুর রেজা কল্লোল খবরটি নিশ্চিত করেছেন।
শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান সোমবার সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘শাকিব কলকাতায় ছবির শুটিংয়ে থাকায় আসতে পারেননি। তবে আমাদের সকল আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।’
এদিকে শাকিবসহ আর ও অধিকাংশ অভিনয়শিল্পীর অনুপস্থিত ছিল।এই অনুপস্থিত নিয়ে সোমবার দিনভ সমালোচনায় মুখর ছিল এফডিসি প্রাঙ্গন। নায়করাজ রাজ্জাক তাদেরকে ‘তথাকথিত তারকা’ বলেও বিদ্রুপ করেন।