পবায় বজ্রপাতে মাছ চাষীর মৃত্যু
রাজশাহী অফিস : রাজশাহীর পবা উপজেলার দামকুড়া শিতলায় গ্রামে বজ্র্রপাতে এক মাছ চাষীর মৃত্যু ও একজন আহত হয়েছে।
আরএমপির দামকুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ লতিব শাহ জানান, বুধবার দুপুরে রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া শিতলায় গ্রামের মৃত ফাতের মন্ডলের পুত্র মোজাফফর হোসেন ওরফে মোজা (৬৫) পুকুরে মাছ ধরার সময় হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসে এ সময় বজ্র্রপাতে ঘটনাস্থালে তার মৃত্যু হয়। এছাড়াও আরো একজন আহত হয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।