পবিত্র আশুরা উপলক্ষ্যে রাসিক মেয়রের বাণী

0 ২৭০

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র আশুরা উপলক্ষ্যে বাণী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বাণীতে রাসিক মেয়র বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর নিকট হৃদয় বিদারক ঐতিহাসিক দিবস। যার ইতিহাস অত্যন্ত করুণ এবং বর্বরতার বিরুদ্ধে ঐক্যের আহবান। হিজরি ৬১ সালের ১০ মহরম মহানবী হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গসহ অনেক সাহাবী ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উন্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আমি শোকাবহ আশুরাই কারবালায় সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি।

Leave A Reply

Your email address will not be published.