পরমাণু সমঝোতা থেকে ইরানের বেরিয়ে যাওয়ার হুমকি

0 ৯৩৫

 আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা সরে পড়লে তেহরানও বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

আমেরিকা সফররত জারিফ মঙ্গলবার বার্তা সংস্থা এপি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলে ইরান এ সমঝোতায় দেয়া কোনো প্রতিশ্রুতি মেনে চলবে না এবং সমঝোতায় দেয়া মাত্রার চেয়ে বহুগুণ বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করবে।

বিশ্ব শক্তি ও ইরানের মধ্যকার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে জেসিপিওএ নামে পরিচিত। চুক্তিতে পরমাণু অস্ত্র তৈরি না করার শর্তে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে সম্প্রতি ‘মারাত্মক ত্রুটি’র অভিযোগ তুলে ট্রাম্প চুক্তিটি থেকে বের হয়ে আসতে চাইছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে জার্মানি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি থেকে এটির বাস্তবায়ন শুরু হয়।

ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.