পরিস্থিতি ভালো নয়, খারাপ হচ্ছে: সতর্কবার্তা বাইডেনের
হোয়াইট হাউসের মসনদ এখন জো বাইডেনের। ট্রাম্পের বিদায়ের মধ্য দিয়ে বাইডেন যুগের সদ্য সূচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাইডেন। শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসটিই ব্যস্ততায় কেটেছে তাঁর। প্রতিশ্রুতি অনুযায়ী ১৫টি নির্বাহী আদেশে সই করেছেন।
করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই প্রতিশ্রুতির কথা বলা হচ্ছিল বাইডেন সরকারের পক্ষ থেকে। এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে ৫ বছর পর ক্ষমতায় আসা ডেমোক্রেটরা।
তবে এরইমধ্যে করোনা মহামারি নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন বাইডেন। গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নিজের প্রথম কর্মদিবসেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন জানান, আসছে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন আরও বলেন, ‘আমরা ভাবছি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আরও খারাপ হচ্ছে। আগামী মাসেই মৃতের সংখ্যা ৫ লাখে পৌঁছুতে পারে।’
বাইডেন বলেন, ‘কোভিডের মতো জরুরি ইস্যুতে আমরা ফেডারেল সরকারের দিকে চেয়ে বসে থাকতে পারি না। এর আগে এমন ব্যর্থতার পরিণতি আমরা দেখেছি। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা মার্কিনিরা নিজ চোখে দেখেছে।’
এরইমধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।
এই কঠিন বাস্তবতায়ও হাল না ছেড়ে বরং পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকার বৃহৎ পরিকল্পনা উন্মোচন করেছে জানিয়ে বাইডেন বলেন, ‘আমাদের জাতীয় প্রস্তুতি বিস্তৃত। এটি বিজ্ঞানের ওপর ভিত্তি করেই নেয়া হয়েছে, এটি কোনও রাজনৈতিক পরিকল্পনা নয়। করোনা ও ভ্যাকসিন ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোযোগ ও দূরদর্শিতার অভাবেই আজ মার্কিন দুনিয়ায় এমন করুণ পরিস্থিতি।’