পরীমণির ‘রক্ত’
আলমগীর, বিনোদন : জাজ মাল্টিমিডিয়া আবার আগের সিদ্ধান্তে ফিরে এসেছে। ঈদেই বড়পর্দায় দেখা যাবে ওয়াজেদ আলি সুমন পরিচালিত ‘রক্ত’।
ঈদুল আজহার মুক্তির মিছিল থেকে আচমকাই সরিয়ে নেয়া হয়েছিলো চলচ্চিত্র ‘রক্ত। বিষয়টি নিয়ে হতাশার কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। তার জন্যে আছে সুখবর।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমে জানিয়েছেন, ঈদেই তারা সিনেমাটি মুক্তি দিবেন। কারণ এর অসমাপ্ত কাজ শেষ করতে পেরেছেন।
সম্প্রতি রক্ত সিনেমার টিজার ও ‘ডানাকাটা পরী’ গানটি প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া। ইউটিউবে প্রকাশের পরই অনেক মানুষ তা দেখেছেন। যা অনলাইনে দারুণ সাড়া ফেলেছে।
‘রক্ত’ আসায় পরীমণি ও তার ভক্তদের ঈদ নিশ্চয়ই বাড়তি আনন্দে কাটবে।