পরী মনি নাকি এমিয়া এমি ‘পাষাণ’-এর নায়িকা?
আলমগীর, বিনোদন : চূড়ান্ত খবরের জন্য আরো দুইদিন অপেক্ষা করতে বললেন পরিচালক সৈকত নাসির।
কে হচ্ছেন ‘পাষাণ’-এর নায়িকা?
খবর রটে গেছে মঙ্গলবার থেকে শুটিং শুরু হওয়া সিনেমাটি থেকে বাদ পড়ছেন পরী। তার স্থলাভিষিক্ত হচ্ছেন নবাগতা এমি।
এটা ঠিক যে পরী মনির ব্যস্ততার কারণে আমরা এমিকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এরপরও দেখা যাক, হয়ত বা পরী সময় বের করতে পারবেন। সেক্ষেত্রে এমিকে নিয়ে আমি অন্য ছবি করব। কারণ তাকে অন্য ছবির জন্য চুক্তিবদ্ধ করিয়ে রেখেছি।’
চলতি বছরের শুরুতে এমিকে নাম ঠিক না হওয়া একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ করান সৈকত। তখন থেকে চার-পাঁচ মাস ধরে পরিচালকের তত্ত্বাবধানে নাচ, অভিনয় ও ফাইটের প্রশিক্ষণ নিচ্ছেন এমি।
এদিকে মঙ্গলবার সকালে নায়িকা ছাড়াই গাজীপুরে শুরু হয় ‘পাষাণ’-এর শুটিং। প্রথমদিন শুটিংয়ে অংশ নেন কলকাতার ওম ও মিশা সওদাগর।
‘পাষাণ’-এর নায়ক হিসেবে প্রথমে সুমিতের নাম ঘোষণা করা হয়। তাকে ও পরী মনিকে নিয়ে ফটোশুট করে পোস্টারও ছাড়া হয়। কিন্তু পরবর্তীতে ‘গল্পে পরিবর্তন’ হওয়ায় কলকাতার ওমকে নেওয়া হয়।
কয়েকদিন আগে জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা ‘রক্ত’-এর শুটিং শেষ করলেন পরী। এরপর ঈদে মুক্তি পেতে যাওয়া ‘আপন মানুষ’র গানের শুটিং করার কথা রয়েছে।
সিনেমাটির মূল গল্প পরিচালকের। গল্পবিন্যাস ও চিত্রনাট্য করছেন দিল মোহাম্মদ দিল।