
এরই সাথে উদযাপিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসও।আর এতে পিছিয়ে নেই তরুণরাও। রাজশাহীর একঝাঁক তরুণ ফাল্গুনকে বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে উদযাপন করে ব্যাতিক্রমী আয়োজনের মাধ্যমে। ভালোবাসা দিবসে রক্ত দিয়ে মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ প্রকাশ করেছে রাজশাহীর তরুণেরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর বড়কুঠি পদ্মাপাড়ে আয়োজিত রক্তদান কর্মসূচিতে তারা রক্ত দেন তারা।

কর্মসূচিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক সুমন আজিম ও স্বেচ্ছাসেবী আমিনুল ইসলাম, কৌশিক, শরিফুল ইসলাম, সুবাস কুমার শুভ, আতিকুর রহমান আতিক, আক্তারুল, নাজমুল ইসলাম, শামীউল আলীম শাওন, শিমুল, শফিকুল ইসলাম, আঁখি খাতুন ও মিমসহ প্রায় শতাধিক সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করে তোলার পাশাপাশি তাদের রক্তদানের উপকারীতা সম্পকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।