পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় থানা পুলিশ আলোচিত চোর জীবন সরদারের বাড়ী থেকে চোরাই মালামাল উদ্ধার করেছেন। থানা হেফাজতে দুদিনের রিমান্ড জিজ্ঞাসাবাদে জীবনের স্বীকারোক্তি মতে তার বসতবাড়ী থেকে ১ জোড়া স্বর্নের কানের দুল,১টি স্বর্নের মাকড়ি,স্বর্নের ১টি নাখফুল উদ্ধার করা হয় বলে মামলা তদন্ত কর্মকর্তা এসআই তাকবীর হোসাইন জানিয়েছেন।
ওসি মোঃ এজাজ শফী জানান,গত ৫ জানুয়ারী রাতে চাঁদখালী ইউনিয়নের চর মৌখালী গ্রামের সোবহান সরদারের বাড়ীতে চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ বাড়ী মালিকের স্ত্রী রশিদা সরদার কামরুল সরদারের ছেলে জীবন সরদারের বিরুদ্ধে মামলা করলে পুলিশ জীবনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন।