পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় দশ মাসের শিশু সন্তান কে নিয়ে প্রেমের টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকার শেষ রক্ষা হলো না প্রেমিক যুগোলের।
অতপর আটক, আদালতে প্রেরণ।জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের অরাজি ভবানিপুর গ্রামের মিঠুন সানার স্ত্রী মমতাজ বেগম (ময়না) তার দশ মাসের দুদ্ধ শিশু সিয়াম কে নিয়ে গত ৩০ শে জুলাই শুক্রবার রাতে একই গ্রামের খোকন সানার পুত্র মোঃ মাসুম সানার ( ১৮) হাত ধরে রাতের আধারে পালিয়ে যায়।
এ ঘটনায় মমতাজের স্বামী শিশু সিয়ামের বাবা মিঠুন সানা থানায় সাধারন ডায়েরি করেন যার নং ১৫৪২।
রবিবার বিকেলে রাড়ুলী পুলিশ ক্যাম্পের এ, এস, আই গোলাম রসুল সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজি ভবানীপুর গ্রামের কবির মাষ্টারের বাড়ির পাশে কাশেম শেখের বাড়িতে অভিযান চালিয়ে শিশু সিয়াম, মা ময়না ও অভিযুক্ত মাসুম কে আটক করে।
পরবর্তীতে জিজ্ঞোসাবাদে তারা সন্তোষ জনক কোন উত্তর দিতে না পারায় অবৈধ ভাবে এক সাথে থাকার কারণে ৫৪ ধারায় ময়না ও মাসুম কে আদালতে প্রেরণ করা হয়েছে।