পাইকগাছায় মন্দিরের নতুন ভবন উদ্বোধনকালে ফুলে-ফুলে সিক্ত হলেন এমপি-বাবু

0 ৪৩৮

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: অজস্র ফুলের ভালবাসায় সিক্ত হলেন পাইকগাছা-কয়রার- এমপি গনমানুষের নেতা মোঃ আকতারুজ্জামান বাবু। বুধবার বিকেলে গড়ইখালী ইউনিয়নের হোগলার চক সার্বজনীন মাতৃ মন্দিরের নতুন ভবনের শুভ উদ্বোধনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকার মানুষ অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি-বাবুকে ফুলে-ফুলে শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।

 

মন্দির কমিটির সভাপতি ইউনিয়ন যুবলীগ সভাপতি মানবেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু,গড়ইখালী ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রুহুল আমীন বিশ্বাস,এসএম আয়ুব আলী,জেলা কৃষকলীগ নেতা এ্যাডঃ আনোয়ার হোসেন,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু, গাজী মিজানুর রহমান।

 

প্রভাষক ইমতিয়াজ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি অর্ধেন্দু শেখর মন্ডল, আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডল, সাবেক শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, বিজন রায়,তপন কুমার বাইন, প্রমোদ রায়,অরবিন্দ মন্ডল, দীলিপ সানা,অনন্ত মন্ডল, আবুল কালাম আজাদ,জেলা যুবলীগ নেতা জমীমউদ্দীন বাবু,বিএম শফী,অমর মন্ডল, বিজয় রায়, উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম,প্রসেন ঢালী, হাসানুজ্জামান, প্রভাষক বাবলুর রহমান,ইউনিয়ন যুবলীগ সভাতি তরিকুল ইসলাম, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, তৌহিদুজ্জামান সম্রাট,আসাদুজ্জামান খান,মন্দির কমিটির সম্পাদক মলয় মন্ডল,পৌর ছাত্রলীগ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ।

 

এর পুর্বে এমপি বাবু গড়ইখালীতে মায়ের করব জিয়ারত করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

 

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com