পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রেস ব্রিফিং করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে বলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর,চাদখালী, গড়ইখালী ইউনিয়নে ২২০ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর প্রদত্ব ১লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় নির্মিত ঘর, ২ শতক জমি রেজিস্ট্রি পূর্বক নাম পত্তন কাগজ পত্র বুঝিয়ে দেয়া হবে। প্রধানমন্ত্রী ২৩/১/২১ তারিখে এ ঘর পাইকগাছা সহ দেশ ব্যাপী ভূমিহীনদের বুঝিয়ে দিবেন ।
প্রেসব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলম, চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস,কওসার আলী জোয়ারদার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান,প্যানেল চেয়ারম্যান আক্কাস ঢালী সরকারী কর্মকর্তাবৃন্দ।