পাইকগাছায় সিমেন্ট বোজায় গাড়ীর ধাক্কায় মিনহাজ স্লুইস গেটের গাইড ওয়ালে ভাঙ্গন

0 ৫২৮

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সিমেন্ট বোঝাই ফাইভ রিং সিমেন্ট কোম্পানী’র হেভিওয়েট গাড়ীর ধাক্কায় মিনহাজ স্লুইস গেটের রাস্তা ও গাইড ওয়াল ভেঙ্গে ফেলায় চরম ঝুকিতে গেটের অবস্থা। প্রত্যক্ষদর্শীরা জানান,নির্দেশনা অমান্য করে স্কুলের ভবন নির্মানের ঠিকাদারের লোকজন রোডে ভারী গাড়ী ঢুকিয়ে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটিয়েছে।

 

খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন ও পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন জানান,ভড়েঙ্গার চকে নির্মানাধীন স্কুল ভবনের ঠিকাদার সিমেন্ট বোঝাই এ গাড়িটি এনেছিল।

 

লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান,বেশকিছুদিন পুর্বে নির্দেশনা অমান্য করে স্কুল ভবন নির্মানের সাব ঠিকাদার আব্দুর রব ও তার সহযোগিরা একাধিক বালি বোঝাই ভারী গাড়ী এনে রাস্তা সহ মিনহাজ স্লুইস গেটের গাইড ওয়াল ভেঙ্গে ক্ষয়-ক্ষতি করলে ক্ষতিপুরণ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিয়ে যায়।

 

 

Leave A Reply

Your email address will not be published.