পাঠান ও বাহুবলী ২-কে পেছনে ফেলল ‘গদর ২’!

0 ২২৬
‘গদর ২’ সিনেমার পোস্টার

একটা সময় অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সানি দেওল। শুনতে হয়েছিল বলিউডে তার কেরিয়ার শেষ। কিন্তু সিনেমায় ফিরতেই সাফল্যের মুখ দেখলেন ধর্মেন্দ্র-পুত্র। টক্কর দিলেন ‘পাঠান’, ‘বাহুবলী’দের। বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

বক্স অফিস রিপোর্ট বলছে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির নজির গড়ল এই সিনেমা। শুক্রবার (১১ আগস্ট) মুক্তি পাওয়া ‘গদর ২’ মাত্র ২৪ দিনেই ঢুকে পড়ল ৫০০ কোটির ঘরে। ছবির সাফল্যে ভাসছেন অভিনেতা-অভিনেত্রীরা।

নতুন রেকর্ড গড়েছে এই ছবির ব্যবসা। এর আগে এই সংখ্যা পার করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন আর ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর ছবি বাহুবলী-২’।

এদিকে ৭ সেপ্টেম্বর হলে আসছে কিং খানের এ বছরের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। ইতোমধ্যেই ৪ লাখ টিকিট অ্যাডভান্সড বিক্রি হয়ে গেছে। ফলে, একবার জওয়ান এসে গেলে সানি দেওলের ‘গদর’-এর জন্য হল পাওয়া মুশকিলই হবে।

তাই সম্ভবত, সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় ১ নম্বরে আসার স্বপ্ন অধরাই রয়ে যাবে গদর প্রেমীদের। এদিকে নেটিজেনরা ভাবছেন পাঠানের রেকর্ড ভেঙে দেবে জওয়ান।

Leave A Reply

Your email address will not be published.